আলেপ্পোর হাসপাতালে ব্যারেল বোমা হামলায় নিহত ২
সিরিয়ার আলেপ্পো শহরে ব্যারেল বোমা হামলায় দুইজন নিহত হয়েছে। রুশ ও সিরীয় বাহিনীর ওই হামলায় হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতির পর হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার আলেপ্পোর সর্ববৃহৎ এম-১০ হাসপাতালে হামলা চালানো হয়। গত কয়েক দিনে সেখানে তিনবার হামলা চালানো হয়েছে।
হাসপাতালের রেডিওলজিস্ট মোহাম্মদ আবু রাজাব বলেন, ‘হাসপাতালের দেয়াল, অবকাঠামো, যন্ত্রপাতি, জেনারেটর সব ধ্বংস হয়ে গেছে। হামলায় হাসপাতালটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’
হাসপাতালের ব্যবস্থাপক ড. আবু রাজান বলেন, হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলার পর হাসপাতালের ১০ জন আহত হয়েছে।
এদিকে, সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানিয়েছে, হামলায় দুজন রোগী নিহত হয়েছেন। হাসপাতালে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে রাশিয়া ও সিরিয়ার বোমা হামলায় বহু শিশুসহ অন্তত ৪শ বেসামরিক নিহত হয়েছে।
টিটিএন/এমএস