ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান চীনের
পাকিস্তানের বেশ কয়েকজন রাষ্ট্রীয় দূত চীনের কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করেছেন। তারা সে সময় কাশ্মির ইস্যু নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এমন কাজ থেকে বিরত থাকতে এবং সংযমী আচরণের জন্য ভারত এবং পাকিস্তানকে আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শিউং সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, দুেই দেশকেই প্রতিবেশি বন্ধু হিসেবে দেখে চীন। এ কারণেই এই দুই দেশের চলমান বিবাদ এবং উত্তেজনা নিয়ে চীন বেশ উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, আমরা দুপক্ষকেই শান্ত এবং সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। দুই দেশকেই আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে চলা বিবাদ বন্ধ করতে হবে। চলমান উত্তেজনা নিরসনে দুই দেশকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
টিটিএন/এমএস