ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রোসেটা মিশন সমাপ্ত

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০১ অক্টোবর ২০১৬

১২ বছরের অভিযান শেষ করে ৬৭পি/চুরিয়ুমভ-গেরাসিমেনকো নামে একটি ধূমকেতুর পৃষ্ঠে আছড়ে পড়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) নভোযান রোসেটা।

এর মধ্যে দিয়েই শেষ হলো এই নভোযানের মিশন। পুরো অভিযান শেষ হওয়ারে আগে নভোযানটি ৬শ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে।

এখন ধারণা করা হচ্ছে এই নভোযানটি একেবারে ধ্বংস হয়ে গেছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির মিশন ম্যানেজার প্যাট্রিক মার্টিন বলেন, বিদায় রোসেটা। তুমি সফল। মহাকাশ বিজ্ঞানের এটাই সবচেয়ে বড় সাফল্য।

এনএফ/এমএস