ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাল্টা হামলায় ৮ ভারতীয় সেনা হত্যার দাবি পাকিস্তানের

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে পাল্টা হামলায় পাক-ভারত সীমান্তের টাট্টা পানি এলাকায় ৮ ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনাকে আটকের দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডন বলছে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর গোলাগুলির সময় এ হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে, বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে দুই পাক সেনা নিহত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ডন। পাকিস্তানি এ সংবাদমাধ্যম বলছে, আটক ভারতীয় সেনার নাম চান্দু বাবু লাল চৌহান। তাকে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। ২২ বছর বয়সী আটক সেনা সদস্য মহারাষ্ট্রের নাগরিক।

গোলাগুলিতে নিহত ভারতীয় সেনাদের মরদেহ সীমান্তের সংঘর্ষস্থলে রয়েছে। এ ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর অব্যাহত গোলাগুলির কারণে মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় সেনারা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএনআই এক প্রতিবেদনে বলছে, কাশ্মিরে হামলার জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ৫ অক্টোবর যৌথ অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে, ভারতীয় কর্মকর্তারা বলছেন, দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট সীমান্তে বিএসএফ সদস্যদের টহল বৃদ্ধি ও রিজার্ভ সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, কাশ্মিরে ভারতীয় বাহিনীর হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক করেছেন।

এসআইএস/পিআর

আরও পড়ুন