ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতের অভিযানে দুই পাক সেনা নিহত

প্রকাশিত: ০৯:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনা অভিযানে দুই পাক সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

দুই পাকিস্তানি সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পাক সেনাবাহিনী। তবে ভারতের ওই অভিযানের দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশ করেনি। বরং তারা নিজেদের সীমান্ত থেকেই এ ধরনের অভিযান চালিয়েছে।

তবে ওই হামলায় ভারতীয় বিমানবাহিনী নাকি সেনাবাহিনী অংশ নিয়েছিল ভারতের তরফ থেকে সে ধরনের নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি ঘাঁটিতে ওই অভিযানের তথ্য বানোয়াট। এ ধরনের তথ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে ভারত।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে এ ধরনের অভিযান চালানো হলে পাকিস্তানও এর কড়া জবাব দিয়ে দেবে।

রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমাদের মনোভাবকে দুর্বলতা ভাবা ঠিক হবে না।

টিটিএন/এবিএস

আরও পড়ুন