ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানি দুর্গে প্রাচীন রোমান মুদ্রা

প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

প্রথমবারের মতো জাপানের কোনো অঞ্চলে মিললো প্রাচীন রোমান মুদ্রার সন্ধান। জাপানের ওকিনওয়ায় পুরাতন একটি দুর্গের ধ্বংসাবশেষে এ মুদ্রার সন্ধান পাওয়া গেছে।  

গবেষকরা বলছেন, মুদ্রাটি ৩০০-৪০০ খ্রিস্টাব্দের।

এই ওকিনওয়াতেই কিছুদিন আগে দুটি বড়শির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা; যেগুলোকে বিশ্বের প্রাচীনতম বড়শি বলে মনে করা হচ্ছে।

একটি গবেষণাপত্র অনুযায়ী বড়শি দুটি প্রায় ২৩ হাজার বছরের পুরোনো এবং এগুলো সামুদ্রিক শামুকের খোলস কেটে তৈরি করা। বড়শি দুটির পাশাপাশি আরো কিছু ধ্বংসাবশেষও পাওয়া যায় সেখানে।

এনএফ/আরআইপি

আরও পড়ুন