সিরিয়ায় এবার স্থল অভিযান
এবার স্থলে অভিযান শুরু করেছে সিরীয় বাহিনী। একের পর এক বিমান হামলা চালানোর পর এবার আলেপ্পো শহরে স্থল অভিযানে অংশ নিয়েছে সিরীয় সেনারা। পাঁচ বছরের যুদ্ধের অবসান করে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি পুর্নদখলের জন্যই স্থলে অভিযান চালানো হচ্ছে। খবর আল জাজিরার।
স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সিরীয় সেনারা আলোপ্পোর বহুল পরিচিত সিটাদেলের কাছাকাছি ফারাফরা জেলা দখল করেছে। এছাড়া উত্তরাঞ্চলে এখনো লড়াই চলছে।
এক সেনা কর্মকর্তা এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, সরকার বাহিনী ফারাফরা জেলার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা ওই এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা বোমা নিস্ক্রিয় করছে।
এর আগে এই সপ্তাহের শুরুর দিকে দেড়শ’য়ের বেশি বিমান হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। রুশ বাহিনী এবং সিরীয় বাহিনী এসব হামলা চালিয়েছে।
টিটিএন/পিআর