ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উরি হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

উরি হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈদেশিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ এ দাবি জানিয়েছেন। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকেই সন্ত্রাসবাদীরা ওই নাশকতা চালিয়েছে-  ভারতের এই অভিযোগ ভিত্তিহীন বলে খারিজও করে দিয়েছেন তিনি।

সরতাজ আজিজের অভিযোগ, কোনো তদন্ত না করেই সবসময়ই ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলে।

সরতাজ আজিজ বলেছেন, উরির পেছনে আসল ঘটনা খুঁজে বের করতে একটি নিরপেক্ষ কমিশন তৈরি করা হোক আন্তর্জাতিক স্তরে। এমন নয় যে, উরির ক্ষেত্রেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সারবত্তাহীন অভিযোগ তুলল ভারত।

১৮ সেপ্টেম্বরের উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে পারদ চড়ছে।

এনএফ/পিআর