পুরুষ অভিভাবক প্রথা বাতিলের দাবি সৌদি নারীদের
সৌদি আরবের নারীদের দেশের বাইরে কোথাও যেতে হলে একজন পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া তারা বিদেশে যেতে পারেন না। সম্প্রতি এই নিয়ম বাতিলের জন্য আবেদন করেছেন দেশের ১৪ হাজারেরও বেশি নারী। খবর বিবিসির।
সৌদি আরবের প্রথা অনুযায়ী মেয়েদের কাজ বা লেখাপড়া করতে হলে, ঘরের বাইরে বা বিদেশে যেতে হলে একজন পুরুষ অভিভাবকের অনুমতি দরকার হয়। অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিতে, হাসপাতালে চিকিৎসা নিতে বা আইনী উদ্যোগ নিতে গেলেও পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।
এই প্রথার অবসানের জন্য সৌদি নারীদের আবেদনের খবর এবং টুইটারে এ সংক্রান্ত হ্যাশট্যাগ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
আমিই আমার অভিভাবক লেখা ব্রেসলেটের ছবি শেয়ার করছেন অনেক নারী। কয়েক শ` নারী সৌদি বাদশাহর কার্যালয়ে টেলিগ্রাম পাঠিয়েছেন।
সৌদি রাজপ্রাসাদে ওই আবেদনটি নিয়ে গিয়েছিলেন নারীরা কিন্তু সেখানে তাদের দাবিটি ইমেল করে পাঠিয়ে দিতে বলা হয়।
নারী অধিকারকর্মী আজিজা আল-ইউসেফ বলছেন, তিনি এ উদ্যোগের জন্য গর্বিত বোধ করছেন।
ইউসেফ এর আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার দেবার আন্দোলনেও যোগ দিয়েছিলেন। ওই ঘটনায় ২০১৩ সালে পুলিশ তাকে আটক করেছিল।
তাদের দাবিগুলোর একটি হচ্ছে মেয়েদের বয়স ১৮ বা ২১ পার হলে তাকে যেন একজন প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হয়। এ ব্যাপারে সৌদি সরকারের কোন প্রতিক্রিয়া এখনো জানা যায় নি।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার