ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সেনাবাহিনী পাকিস্তানকে উরি হামলার জবাব দেবেই : মোদি

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সম্পর্কে প্রথম মুখ খুলেছিলেন শনিবার। রোববার আবারো পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রেডিও আকাশবাণীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, ভারতীয় সেনা পাকিস্তানকে উড়ি হামলার জবাব দেবেই।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সেনাবাহিনী বেশি কথা বলে না, বীরত্বে জবাব দেয়। উরি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, সে প্রসঙ্গেই মোদি এ কথা বলেন। কাশ্মিরে দীর্ঘ অশান্তির পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে বরাবর দাবি করে আসছে ভারত। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর সেই দাবি আরও জোরালো হয়েছে।

তবে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

এদিকে ভারত বলছে, সন্ত্রাসীরা যে পাকিস্তান থেকেই এসেছিল এবং পাকিস্তানের ছাপ মারা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, তার অকাট্য প্রমাণ রয়েছে। এই পরিস্থিতিতে ভারতে পাকবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। দেশটির অনেকেই বলছেন, ভারতীয় সেনার উচিত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো।

অন্যদিকে অনেকেই আবার যুদ্ধের বিরোধিতা করে বলছেন, আরও কৌশলী হতে হবে ভারতকে, কূটনৈতিকভাবে বিশ্ব থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে। নরেন্দ্র মোদির সরকার ঠিক কোন পথে হাঁটবে, তা এখনও স্পষ্ট নয়।

নরেন্দ্র মোদি ২৪তম ‘মন কি বাত’ ভাষণে বলেছেন, সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধাগ্রস্ত নন। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই চলবে। কিন্তু জবাব সেনাবাহিনীও দেবে। উরি হামলার পর থেকে দেশে যে আক্রোশ, সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মতো নাগরিকদের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, কথা বলার অনেক সুযোগ রয়েছে এবং আমরা অনেক কথা বলিও। কিন্তু আমাদের সেনাবাহিনী বেশি কথা বলে না, সেনাবাহিনী বীরত্বেই জবাব দেয়।

এর আগে শনিবার কেরালার কোঝিকোড়ে বিজেপির সমাবেশেও নরেন্দ্র মোদি কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। ওই মঞ্চে মোদি পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র্য দূর করার প্রতিযোগিতায় ভারতের প্রতিদ্বন্দ্বী হওয়ার আহ্বান জানান। মোদি বলেন, ১৮ জওয়ানের মৃত্যু বৃথা যাবে না।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন