ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তরাঞ্চলে আবারো বিমান চলাচল বাতিল

প্রকাশিত: ১০:১৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

চার দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। গিলগিট, স্কার্দু ও কাবুলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমান চলাচল দ্বিতীয়বারের মতো বাতিল করা হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের কারণ উল্লেখ ছাড়াই চার দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করেছে সিএএ। এর আগে গত বুধবার উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করে কর্তৃপক্ষ।

পিআইএর মুখপাত্র দনিয়াল জিলানি ডনের এক প্রশ্নের জবাবে বলেন, বিমানের ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এই সময় শুধুমাত্র একদিনের জন্য কার্যকর হবে।

এসআইএস/এবিএস

আরও পড়ুন