কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কদের চুক্তি অনুমোদন
কলম্বিয়ার বামপন্থি ফার্ক বিদ্রোহীরা দেশটির সরকারের সঙ্গে একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন।
এই চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত ফার্ক বিদ্রোহীরা দেশটির কংগ্রেসে ১০টি সংরক্ষিত আসন পাবেন।
চুক্তিটির নানা দিক নিয়ে আলোচনার জন্য ফার্কের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় ইয়ারি প্লেইনসে শুক্রবার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে ফার্কের সারা দেশের শাখাগুলোর প্রায় ২০০ প্রতিনিধি অংশ নেন।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি দীর্ঘ পাঁচ দশকের সশস্ত্র লড়াই অবসানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এনএফ/এমএস