ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৯/১১ বিলে ওবামার ভেটো

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

টুইন টাওয়ারে ৯/১১ হামলায় সৌদি আরবের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিল বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের শুরুতে টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্বজনদের চাপে মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছিল।

ওই বিলে সৌদি সরকারের বিরুদ্ধে মামলা দায়েরর অধিকার দেওয়া হয় মার্কিন নাগরিকদের। শুক্রবার এ বিলের বিরুদ্ধে ভেটো দেন বারাক ওবামা। এর কয়েক মাস আগে ৯/১১ হামলা সংক্রান্ত ২৮ পৃষ্ঠার একটি নথি প্রকাশিত হয়। ওই নথিতে বিমান ছিনতাইয়ে সৌদি সরকারের জড়িত থাকার প্রমাণ উঠে আসে।

নথিতে বলা হয়েছিল, টুইন টাওয়ারে ১৯ হামলাকারীর মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। এরপরই সৌদি সরকারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় হামলায় নিহতদের স্বজনরা।

পরে ওই বিল সিনেটে পাস করা নিয়ে চলে আলোচনা। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় সাংসদরা বিলে সম্মতি দিলেও তাতে ভেটো দেন প্রেসিডেন্ট ওবামা।

এসআইএস/এমএস

আরও পড়ুন