ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাজ্যকে ক্ষমা চাইতে বলছেন আব্বাস

প্রকাশিত: ০৬:০১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

১৯১৭ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সমর্থন করার জন্য যুক্তরাজ্যকে ক্ষমা চাইতে বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।  

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার এ দাবি জানিয়েছেন তিনি।

ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর ফিলিস্তিনের মানুষ ভোগান্তিতে পড়ে বলেও অভিযোগ করেন আব্বাস।

যুক্তরাজ্য প্রসঙ্গে আব্বাস বলেন, ‘কুখ্যাত ব্যালফুর ঘোষণার প্রায় শত বছর পর ফিলিস্তিনের মানুষকে যে সীমাহীন কষ্ট, অবিচার সহ্য করতে হয়েছে, তার জন্য যুক্তরাজ্যকে ক্ষমা চাইতে হবে।’

ব্যালফুর ঘোষণা অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের অইহুদি অন্যান্য সম্প্রদায়ের মানুষদের নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার কথা ছিল।

আব্বাসের পরই ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অতীত নিয়ে কথা না বলে তিনি আব্বাসকে একে অন্যের সঙ্গে কথা বলার আহ্বান জানান।

এনএফ/পিআর