ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জানুয়ারি মাসে আফগানিস্তানে নিহত ৯৫

প্রকাশিত: ০২:৪১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

সদ্য বিদায়ী জানুয়ারি মাসে সন্ত্রাসী হামলায় আফগানিস্তানজুড়ে ৯৫ জন মানুষ মারা গেছে। এর মধ্যে অধিকাংশ নিহত হয়েছে তালেবান ও আল-কায়েদার হামলায়।

আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার সিনহুয়ার অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানুয়ারি মাসে ৯০ জন মানুষ মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ১৯০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশ বেসামরিক নাগরিক। নাট্যো সেনাদের পরিবর্তে আফগানিস্তানের সশস্ত্র বাহিনী জানুয়ারি মাসের শুরুতে জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

ডিসেম্বর মাসে সন্ত্রাসবিরোধী সরাসরি অভিযান বন্ধ করেন ন্যাটো ও মার্কিন সেনারা। এখন যে অল্পসংখ্যক বিদেশি সেনা আফগানিস্তানে আছেন, তারা আফগান সেনাদের প্রশিক্ষণ ও কৌশলগত সাহায্য করছেন।

গত মাসে ৩৫টি বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর মধ্যে ১২টির মতো আত্মঘাতী হামলা। ১৪ জন আত্মঘাতী ওই সব হামলা চালায়।

এআরএস/আরআইপি