সিরিয়ায় ত্রাণ শিবিরে হামলা চালিয়েছে রাশিয়া : যুক্তরাষ্ট্র
সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করছে যুক্তরাষ্ট্র। সোমবারের ওই ভয়াবহ হামলা রাশিয়াই চালিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
ওই হামলাকে ভয়াবহ দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। শুধু তাই নয় হোয়াইট হাউজ বলছে, দুটি রুশ বিমান ওই বিমান হামলা চালিয়েছে।
তবে রাশিয়া জোর দিয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি সিরীয় বা রুশ বিমান এ ধরনের কোনো হামলা চালায়নি।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিমান থেকে কোনো বোমা বা বিস্ফোরকের মাধ্যমে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সোমবার আলেপ্পোর উর্ম আল খুবরা এলাকায় যাবার পথে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি বহর হামলার শিকার হয়। সিরীয় রেড ক্রিসেন্টের সদস্যরা জাতিসংঘের ঐ ত্রাণবাহী বহরটি নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রাণবাহী ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে বিমান হামলার বিষয়ে তারা নিশ্চিত নন। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিসটুরা এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন।
সিরিয়ায় অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কিছু পরেই আলেপ্পো শহরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রবিরতির শর্ত ভেঙ্গেছে বলে অভিযোগ করছে সিরীয় সেনাবাহিনী।
ত্রাণবাহী লরি আক্রান্ত হওয়ার পর সিরিয়ায় সব ধরনের ত্রাণ সহায়তা স্থগিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রাণবহর পৌঁছানোর বিষয়ে সিরিয়ায় যুদ্ধরত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কাছে যথাযথ অনুমিত নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়েছে বলে সিরিয়া সেনাবাহিনীর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর সোমবার আলেপ্পার কাছে উরাম আল-কুবরা শহরে ত্রাণবাহী লড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলার পর ওয়াশিংটন বলছে, সিরিয়া সরকারের মিত্র রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার বিষয়ে পুনর্মূল্যায়ন করা হবে।
টিটিএন/পিআর