নিউইয়র্কে বিস্ফোরণ প্রেশার কুকার বোমায়
শনিবার নিউইয়র্কে যে বোমাটি বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণস্থলের কাছেই অন্য যে বস্তুটি পাওয়া গিয়েছে দুটিই ‘শার্পনেল’ (বোমায় ব্যবহৃত হয় এমন বস্তু) ভর্তি প্রেশার কুকার ছিল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। ২০১৩ সালে বোস্টনে একই ধরনের বোমা ব্যবহার করে হামলা চালানো হয়েছিল।
আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলছেন, দুটি বোমাতেই মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করা হয়েছে।
শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের চেলসিতে যে বিস্ফোরণটি ঘটেছে তাতে ২৯ জন আহত হন।
এফবিআই জানিয়েছে, তারা ব্রুকলিনে একটি গাড়ি থামালেও কাউকে গ্রেফতার করা হয়নি।
অবশ্য অসমর্থিত সূত্রে খবর রয়েছে, সেখান থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।
চেলসির বিস্ফোরণস্থলের চার ব্লক দূরে পরে যে বোমাটি উদ্ধার করা হয় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে পরে সেটি ধ্বংস করা হয়। নিউইয়র্ক গভর্নর এন্ড্রু কুয়োমো বলেছেন, মনে হচ্ছে দুটি বোমার নকশা একই রকম। তিনি আরো বলেছেন, শনিবার নিউজার্সিতে চ্যারিটি দৌড় প্রতিযোগিতার আগে যে পাইপ বোমাটি বিস্ফোরিত হয় দুটি বোমাই ওই বোমার থেকে আলাদা। এই বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিও রোববার বলেছেন, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ব্যক্তিগত উদ্দেশ্য ছিল তা আমরা জানি না। আমরা কেবল জানি একটা বোমার বিস্ফোরণ ঘটেছে। এটা খুব বড় একটা ঘটনা। কিন্তু এর পেছনে কী উদ্দেশ্য ছিল তা বলতে পারার আগে অনেক কাজ বাকি আছে।
তিনি আরো বলেন, এখানে কী হয়ে থাকতে পারে তার সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হবে। কিন্তু এখনই কিছু বলার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে নেই।
কুওমি বলেন, তবে যেই বোমাটি রেখে যাক তাকে আমরা খুঁজে বের করবো এবং বিচারের আওতায় আনবো।
পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কে অতিরিক্ত ১ হাজার নিরাপত্তা কর্মী নামানো হচ্ছে।
স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে পশ্চিম ২৩ নম্বর রাস্তায় চেলসির বোমাটি বিস্ফোরিত হয়।
কেউ কেউ বলছে, একটি ডাস্টবিনে বোমাটি বিস্ফোরিত হয়, কেউ বলছে, নির্মাণকাজে ব্যবহৃত একটি টুলবক্সে বোমাটির বিস্ফোরণ হয়।
চেলসিকে ম্যানহাটনের সবচেয়ে রুচিসম্মত শহর বলে মনে করা হয় এবং ছুটির দিনগুলোতে এ শহরের বার এবং রেস্তোরাঁগুলো মানুষে পরিপূর্ণ থাকে।
ডি ব্লাসিও জানিয়েছেন, সামনের সপ্তাহগুলোতে নিউইয়র্কে পুলিশের উপস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হবে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা ও অন্য বিশ্ব নেতারা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অধিবেশনে যোগ দেবেন।
এনএফ/এমএস