ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অগ্নি ৫-এর সফল পরীক্ষা চালালো ভারত

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

অগ্নি-৫ ক্ষেপানস্ত্রের সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত। শনিবার সকালে এ পরীক্ষা চালানো হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপানস্ত্র আর্ন্তমহাদেশীয় তলদেশে নিউকিয়ার পাঠাতে সক্ষম। এটি দৈর্ঘ্যে ১৭ মিটার লম্বা। প্রস্থে ২ মিটার চওড়া। এর ওজন প্রায় ৫০ টনের কাছাকাছি।

পোনস্ত্রটি ৫০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে সফলভাবে কাজ করতে পারবে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি এক টনের বেশি নিউকিয়ার ওয়ারহেড বহনে সক্ষম।
 
সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাতকারে আইটিআর-এর কর্মকর্তা এমভিকেভি প্রসাদ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর ক্যানিস্টার ভার্সানের সফল উৎক্ষেপণ হয়েছে। তিনি আরও জানান, এই উৎক্ষেপণ সংক্রান্ত সব নথি অন্য র্যাডার ও নেটওয়ার্কিং সিস্টেমে পুনরুদ্ধার করা যাবে।

এএইচ/পিআর