ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শহর জুড়ে সাত হাজার শূকর

প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৩ আগস্ট ২০১৪

কলকাতার জলপাইগুড়ি শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অন্তত সাত হাজার শূকর। হাসপাতাল চত্বর থেকে শুরু করে রাতে বাড়িতেও ঢুকে পড়ছে। অন্যদিকে পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের প্রমোদ মণ্ডল শূকর ধরার অভিযানেকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন।

পৌরসভার চেয়ারম্যান মোহন বসু জানান, শহরে অন্তত সাত হাজার শুয়োর আছে। গত সাত দিনে পাঁচশো ধরা সম্ভব হয়েছে। অভিযান চলছে, তবে শহরকে শূকর মুক্ত করতে অন্তত তিন মাস সময় লাগবে।

বিরোধী দলনেতা প্রমোদ মণ্ডল বলেছেন, শূকর ধরার অভিযানের নামে নাটক চলছে। অর্থের অপচয় হচ্ছে। শহর জুড়ে শূকরের দাপট অব্যাহত। শনিবারও হাসপাতাল চত্বরে বরাহ বাহিনীকে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে গোমস্তাপাড়া এলাকার একাধিক বাড়িতে শূকর ঢুকে নোংরা ছড়িয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, শহর জুড়ে যখন প্রচার চলছে শূকর এনসেফ্যালাইটিসের জীবাণু বাহক তখন ওই পরিস্থিতি শহরে রোগ ছড়ালে কে দায়িত্ব নেবে? পৌরসভার এক কর্তা অবশ্য দাবি করেছেন, আতঙ্কের কিছু নেই আগামী সপ্তাহের মধ্যে দেড় হাজার শূকর ধরার পরিকল্পনা আছে সেটা হলেও কিছুটা উপদ্রব কমবে। আনন্দবাজার পত্রিকা