ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জরিমানা দিলেন জন কেরি

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ৫০ ডলার জরিমানা করেছে বোস্টনের মেয়র মার্টিন ওয়ালস। বোস্টনে নিজ বাড়ি বেকন হিল ম্যানশনের পাশে তুষারঝড়ে জমা বরফ সরাতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার কেরিকে এ জরিমানা করা হয়। খবর বোস্টন গ্লোব।
 
গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী তুষারঝড়। এ পরিস্থিতিতে নিউ ইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, কানেটিকাট, রোডস আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
 
মেয়র ওয়ালস আগেই ঘোষণা দিয়েছিলেন, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তুষারঝড়ের পর জমা বরফ পরিষ্কার করা না হলে তিনি যেই হোন না কেন, এর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কেরি সৌদি আরবের বাদশা আবদুল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ছিলেন।
 
কেরির মুখপাত্র গ্লেন জনসন বলেছেন, এরইমধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করা হয়েছে। এরপর বৃহস্পতিবারই বাড়ির ফুটপাত ও এর আশপাশে জমা বরফ পরিষ্কারও করা হয়েছে।  

এএইচ/পিআর