ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
ভারতের রাজস্থান প্রদেশে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২১ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। শনিবার সকালে প্রদেশের বার্মার এলাকায় ওই বিমান বিধ্বস্ত হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্মারের উত্তারলাই বিমানঘাঁটি থেকে ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল। তবে এ ঘটনায় বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়।
বার্মার পুলিশ সুপার গগনদ্বীপ সিংলা বলেন, শহর থেকে ২০ কিলোমিটার দূরে মালিও কি ধানি এলাকার কাছে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে কারো প্রাণহানি ও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির বিমানবাহিনী এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
এসআইএস/আরআইপি