বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১০
ইরাকের রাজধানী বাগদাদের একটি শপিংমলের কাছে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৮ জন। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়। এরপরই আরো একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। বাগদাদের নাখেল শপিংমলে ওই হামলা চালানো হয়েছে। খবর এএফপির।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ২৮। বাগদাদের স্বাস্থ্য অধিদপ্তর হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ওই হামলা এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। মধ্যরাতের কিছু আগে ওই হামলা চালানো হয়। তবে ওই হামলায় শপিংমলের ভেতরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে বাগদাদে সাধারণত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ধরনের হামলা চালিয়ে থাকে।
এর আগে মঙ্গলবার বাগদাদের কারাদা জেলার একটি হাসপাতালের কাছে হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
টিটিএন/এমএস