ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফেসবুকে কোরবানির ছবি না দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৩:১৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

ঈদের দিন পশু জবাই করার ছবি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কলকাতার বিখ্যাত ‘নাখোদা’ ও ‘টিপু সুলতান’ মসজিদের ইমাম। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

তাদের এ আহ্বানে অন্য গুরুত্বপূর্ণ ইমামদের সমর্থন রয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাখোদা মসজিদের ইমাম মুহম্মদ শফিক কাজমি বলেছেন, ‘অনেকেই আজকাল কোরবানির ছবি ফেসবুক বা হোয়াটস্ অ্যাপে দিয়ে দিচ্ছেন। যদি কোনো হিন্দু ভাই সেটা দেখেন, তার বিশ্বাসে আঘাত লাগতে পারে। সেজন্যই আমি বারণ করেছি যাতে কেউ পশু জবাইয়ের ছবি ফেসবুকে না দেয়। পর্দা ঘেরায় জায়গায় নিজেদের মতো করে কোরবানি দেওয়াই উচিত, সকলের সামনে যেন না করা হয়- আমি এই আবেদনই জানিয়েছি।’

আরেক ইমাম ফজলুর রহমান বলেছেন, ‘কোরবানি তো মানুষ নিজের জায়গায় করবে, সেই ছবি হোয়াটস্ অ্যাপে কেন দেবে কেউ? যারা পছন্দ করে, তারাও দেখবে আর যাদের জবাই অপছন্দ, তারাও তো দেখবে ওই ছবি! হিন্দু বা যারা নিরামিশাষী - এদের মনে তো আঘাত লাগবে জবাইয়ের ছবি দেখে! এমন কিছু করাই ইসলামে নিষেধ, যাতে কারও মনে আঘাত লাগে। তাই জবাইয়ের ছবি এভাবে দেওয়াটা ঠিক না।’

এনএফ/এবিএস