ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় কৃত্রিম ভূমিকম্প : পারমাণবিক বোমা পরীক্ষার সন্দেহ

প্রকাশিত: ০২:৩২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

উত্তর কোরিয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর দেশটি পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ জোরালো হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ এক প্রতিবেদনে বলছে, এটি ছিল কৃত্রিম ভূমিকম্প।

দক্ষিণ কোরিয়ার সরকারি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তর কোরিয়া সম্ভবত পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে  এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এসআইএস/পিআর