ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবারো শ্রমিক নিয়োগ স্থগিত করেছে কুয়েত

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ আবারো স্থগিত করেছে কুয়েত। বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক মাসের মাথায় তা স্থগিত করলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফর সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ এক পরিসংখ্যান পর্যালোচনার পর বলেছেন, গত সপ্তাহ পর্যন্ত কুয়েতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ২ লাখে পৌঁছেছে। কুয়েতের জাতীয় দৈনিক আল-অানবা মঙ্গলবার নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন কোনো শর্ত আরোপ ও ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা তা জানাননি শেখ মাজেন।

সূত্র : কুয়েত টাইমস।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন