ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হজে সেবাদানকারী প্রতিষ্ঠান কমেছে ১৭ শতাংশ

প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

সৌদি আরবে গত ১০ বছরে হজযাত্রীদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৭ শতাংশ কমেছে। কোম্পানির মালিকের মৃত্যু এবং কর্তৃপক্ষের অনিয়মের কারণে এ সংখ্যা কমেছে বলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।   

সৌদি হজ কোম্পানি সমন্বয় পরিষদের মহাসচিব জামাল সাকদার বলেছেন, এ সমস্যা সমাধানে তার অফিস থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, হজ সম্পাদনের জন্য আমরা তীর্থযাত্রীদের সহায়তা করছি। চলতি বছর হজে তীর্থযাত্রীদের পরিবহনের জন্য মক্কায় ৪ হাজার বাস ব্যবহার করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বছর সৌদি পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সমন্বয় পরিষদ চালু করা হয়েছে। পরিষদ বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে সহজে যোগাযোগের জন্য এটি করেছে। এ বছর অন্তত ২০০ কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবে হজ কোম্পানি সমন্বয় পরিষদ।

সূত্র  : আরব নিউজ।

এসআইএস/এবিএস

আরও পড়ুন