বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৪
বিহারে বন্যায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৪ এ। বিভিন্ন এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও ভাগলপুর জেলার কাহালগাওয়ে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর এনডিটিভির।
বন্যায় ভাগলপুরে তিনজন এবং খাগারিয়া জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
১২টি জেলার প্রায় ২ হাজার ১৮৯ গ্রামের ৪০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুক্সার, ভোজপুর, পাটনা, বৈশালী, সরন, বেগুসারাই, সামস্তিপুর, লাখিসারাই, মুংগের, ভাগলপুর এবং কাতিহারে বন্যাকবলিত এলাকা থেকে সাত লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে কাজ করার জন্য ২ হাজার ৯৭৩টি নৌকা মোতায়েণ করেছে সরকার। বন্যাকবলিত এলাকার লোকজনকে আশ্রয় দিতে ৬৫২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় ১ লাখ ৯৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে ৫৮৯টি মেডিকেল টিম বন্যাকবলিতদের স্বাস্থ্য সেবা দিচ্ছে।
এছাড়া আরো ২১০টি আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত এলাকার গৃহপালিত পশুদের আশ্রয় দিয়েছে। বন্যায় এ পর্যন্ত ৮৫টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।
টিটিএন/পিআর