নেপালে ভূমিধসে নিহত ৮
নেপালের রাজধানী কাঠমুন্ডুর সিন্ধুপালচক জেলায় ভূমিধসে ৮ জন নিহত হয়েছে। শনিবার জেলার শঙ্খোশি নদীর পাশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকাকে বন্যাপ্রবণ এলাকা বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
জানা গেছে, ভূমিধসের ফলে বেশকিছু বাড়ি চাপা পড়েছে। এতে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াভূমিধসের কারণে শঙ্খোশি নদীর গতিপথ বন্ধ হয়ে গেছে। নদীর গতিপথ স্বাভাবিক করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে ও গ্রামের বাকী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ ও সেনাসদস্যরাও কাজ করছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এজন্য কাঠমুন্ডু-তিব্বত সংযোগকারী আরনিকো মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি