সিরিয়ায় পৃথক বিস্ফোরণে নিহত ৪৮
সিরিয়ায় পাঁচটি পৃথক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত একটি এলাকায় ওই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
সোমবার সকালে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
উকূলীয় শহর টারটোস, কেন্দ্রীয় শহর হোমস এবং রাজধানী দামেস্কের শহরতলী, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকায় ওই হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে এবং আরো ৪৩ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর ঘাঁটি ওই এলাকায়।
দুই জঙ্গি আরজুনা ব্রিজে বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথমে একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে এরপরই এক আত্মঘাতী নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে।
দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস (এসওএইচআর) জানিয়েছে, টারটোসে বিস্ফোরণে ১৪ বেসামরিক নাগরিকসহ ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কুর্দিশ আসায়েস বাহিনীর একটি চেক পয়েন্টে হামলা চালানো হয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকায় আরো একটি হামলায় আটজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।
টিটিএন/পিআর