ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাগদাদে হাসপাতালে হামলায় নিহত ৭

প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালের কাছে একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। সোমবার রাতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ওই একই এলাকায় গত জুলাইয়ে আরো একটি বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ৩ শ’র বেশি মানুষ প্রাণ হারায়। রাজধানী শহরে এটি ছিল একটি ভয়াবহ হামলা।

পুলিশ জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণের কারণে বেশ কিছু দোকানে আগুন লেগে যায়।

রাজধানীর আবদেল মাজিদ হাসপাতালের কাছের ওই গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে বাগদাদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

টিটিএন/পিআর

আরও পড়ুন