ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে ৫৭ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার কম্পনে প্রদেশের একটি স্কুলের অন্তত ৫৭ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার সকালে প্রদেশের বাট্টাগ্রামে ওই কম্পন অনুভূত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিএমডিএ) বলছে, খাইবার পাখতুন খাওয়ার বিভিন্ন অঞ্চল কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সময় বাট্টাগ্রামের একটি স্কুলের তিনতলা ভবন থেকে দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে অন্তত ৫৭ শিক্ষার্থী আহত হয়েছে।

আহত শিক্ষার্থীদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অফিস বলছে, আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের ৩৭ দশমিক ২ কিলোমিটার গভীরে।

গত বছরের অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তান একযোগে কেঁপে ওঠে। সে সময় ভূমিকম্পে দুই দেশে অন্তত ৪০০ মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: ডন।

এসআইএস/পিআর