জি-২০ নেতাদের সামনে উত্তর কোরিয়ার শক্তি প্রদর্শন
চীনে শুরু হয়েছে অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশের সংগঠন জি-২০ সম্মেলন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন। খবর আল জাজিরার।
এ সম্মেলন চলাকালীন জি-২০ নেতাদের সামনে নিজের শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। সোমবার দেশটির পূর্ব উপকূলে তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে মূলত নিজের শক্তিই প্রদর্শন করলো দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর প্রধান সোমবার এক বিবৃতিতে জানান, ওই তিনটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হুয়াংজু থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে কর্মকর্তারা ওই ক্ষেপণাস্ত্রের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
সোমবার সকালে জি-২০ সম্মেলনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউয়েন হাই। তিনি এই ঘটনাকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের অবনতির ক্ষেত্রে উস্কানি বলে মন্তব্য করেছেন।
প্রায় সময়ই ক্ষেপণাস্ত্র এবং রকেটের পরীক্ষা চালিয়ে থাকে উত্তর কোরিয়া। বিশেষ করে উত্তর-পূর্ব এশিয়ার দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টিপাত পরলেই এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বেশি চালায় উত্তর কোরিয়া।
জি-২০ সম্মেলনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝৌতে একত্রিত হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ব্যাপক।
একমাত্র চীনকেই উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র মনে করা হয়। তবে বেশ কিছু পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই সম্পর্ক কিছুটা আলগা হয়ে গেছে।
গত আগস্টে উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের কঠোর নিরাপত্তা সত্ত্বেও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।
টিটিএন/এমএস