ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ত্রিপোলিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় পাঁচ বিদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র ও একজন ফরাসি ও তিন জন তাজিকিস্তানের নাগরিক।

স্থানীয় সময় মঙ্গলবার হোটেল করিন্থিয়ায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় সেখানে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনাও ঘটে।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, এ হামলায় পাঁচ বিদেশি নাগরিক ও হোটেলের চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
 
তিনি জানান, হোটেলটিতে তিন জন বন্দুকধারী প্রবেশ করেছিল, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জন হোটেলের ভেতরে একটি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে।
 
ইসলামিক স্টেট (আইএস) লিবিয়া শাখা টুইটারে এ হামলার দায় স্বীকার করেছে। হোটেলটির এক কর্মচারী বার্তা সংস্থা এপিকে জানান, এ হামলার সময় হোটেলটি প্রায় ফাঁকা ছিল। সূত্র: রয়টার্স, এপি।

এআরএস