রোমে মমতা-সুষমার একান্ত আলাপ
রোমে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যান তিনি। সুষমা তখন বিশ্রাম নিচ্ছিলেন। পরে দু’জনের মধ্যে ফোনে কথা হয় এবং স্থানীয় সময় রাত দশটায় দু’জন সাক্ষাৎ করেন।
রোম সফরের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের টানাপোড়েন চলছে। হোটেলে যে ঘরে তাকে থাকতে দেয়া হয়েছে তা নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ভারতীয় দূতাবাসের সাম্মানিক নৈশভোজেও যাননি তিনি।
দূতাবাসের তরফ থেকে বারবার অনুরোধ সত্ত্বেও রবিবার ভিভিআইপি এনক্লোজারে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বসেননি তিনি। তবে মিশনারিজ অফ চ্যারিটির সিস্টারদের সঙ্গে আলাপ করেন তিনি।
অনুষ্ঠানের পরেও অবশ্য সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে দু’জনের মধ্যে বেশ কথাবার্তা হয়।
রোববার ভ্যাটিকান সিটি থেকে আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে সেইন্ট হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
টিটিএন/এমএস