ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৩৫

প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাস ও একটি জ্বালানি ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর ডনের।

জাবুল প্রদেশে বাস ও ট্যাংকারের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে যায়। দুর্ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। ওই এলাকার বাসিন্দারা তালেবান জঙ্গি গোষ্ঠী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পরে জাবুলের জিলকদ এলাকায় একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে বাসটির সংঘর্ষ লাগলে বহু হতাহতের ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর বিসমিল্লাহ আফগানমাল এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মে মাসে একটি বাস ও তেলের ট্যাকারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন প্রাণ হারায়।

টিটিএন/পিআর

আরও পড়ুন