তুরস্কে ভয়াবহ সংঘর্ষে ১শ’ কুর্দি যোদ্ধা হতাহত
তুরস্কে নিরাপত্তাবাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১শয়ের বেশি কুর্দি যোদ্ধা হতাহত হয়েছে। শনিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী। খবর আল জাজিরার।
এ বছর সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত কুর্দি যোদ্ধা নিহত হলো। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ১শয়ের বেশি কুর্দি যোদ্ধাকে নিশ্চিহ্ন করা হয়েছে। তবে সংঘর্ষে কত জন আহত আর কত জন নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরাকের সীমানের কাছে অবস্থিত হাক্কারি প্রদেশ এবং ইরান সীমান্তের কাছে অবস্থিত ভান প্রদেশে সাম্প্রতিক সময়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে।
শনিবার হাক্কারি প্রদেশে পিকেকে বাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ছয় সেনা।
ভান শহরে এক রাতেই নিরাপত্তা বাহিনীর আরো আট সদস্যকে হত্যা করা হয়েছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?