এক এশিয়া গড়ার লক্ষ্যে আইক্যাপ সম্মেলন সম্পন্ন
এশিয়ার ৩৬টি দেশের ৮৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সম্পন্ন হয়েছে আইক্যাপ সম্মেলন ২০১৬। রোববার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির চার দিনব্যাপি নবম এ সম্মেলনের সমাপ্তি ঘটে।
এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হলেও শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক অনুষ্ঠানের মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মেলনের সামপনী পর্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঘোষণা দেন, ‘এক এশিয়া’ গড়ার লক্ষ্যেই এই সম্মেলন।’
সম্মেলনে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে নাজিব রাজাক বলেন, ‘আমরা এক এশিয়া গড়ার লক্ষ্যে কাজ করছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’
বিশ্বব্যাপি সন্ত্রাসবাদ প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা হিরোশিমার বিধ্বংসী বোমায় নিহতদের সমপরিমাণ।’
সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে নাজিব রাজাক জোর দিয়ে বলেন, ‘মালয়েশিয়ায় মুসলিম সন্ত্রাস বলে কিছুই নেই। আর দেশের মানুষের নিরাপত্তার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’
সম্মেলনে বাংলাদেশের হয়ে বক্তব্য রাখেন আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আসিয়ান ও এশিয়া উইংয়ের সহ-সভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আইন শাখার সদস্য মোহাম্মদ রুহুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.) সাদ এরশাদ, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন রশিদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ/পিআর