জাতীয় দলের স্বীকৃতি তৃণমূল কংগ্রেসকে
আরো একটি রাজনৈতিক সাফল্য লাভ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।গত শুক্রবার তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
জানাগেছে, জাতীয় দল হিসেবে স্বীকৃতি অর্জনের যে শর্তগুলি থাকে, তার একটি পূরণ করেছে তৃণমূল কংগ্রেস।
ভারতের নির্বাচন কমিশনের এক সদস্য জানান, কোনো রাজনৈতিক সংগঠনকে দেশটির জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে ১৯৬৮ সালের নির্বাচনী চিহ্ন নির্দেশে উল্লিখিত শর্ত পূরণ করতে হয়। যেটি হল, অন্তত চার রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা পেতে হয়।
ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়াও মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও স্বীকৃত দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই, জাতীয় দলের মর্যাদা পাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা।
তৃণমূল কংগ্রেসসহ বর্তমানে ভারতে জাতীয় দলের সংখ্যা ৭টি। বাকি দলগুলি হল কংগ্রেস, বিজেপি, বিএসপি, সিপিআই, সিপিএম এবং এনসিপি।
জাতীয় দলের মর্যাদাপ্রাপ্ত সংগঠন অনেক সুবিধা পায় বলে মনে করে ভারতের রাজনৈতিক মহল। প্রথমত, কোনও জাতীয় দলের প্রতীক দেশের অন্য কোনো প্রান্তে অপর কোনো সংগঠন ব্যবহার করতে পারবে না।
দ্বিতীয়ত, ভারতে দলীয় অফিসের জন্য সরকারি জমি বা বাড়ি পেয়ে থাকে জাতীয় রাজনৈতিক সংগঠনগুলো।
তৃতীয়ত, নির্বাচনের সময় জাতীয় দল সর্বাধিক ৪০ জন তারকাকে প্রচারণায় লাগাতে পারবে, যেখানে অন্য দলের ক্ষেত্রে সেই সীমা ২০। সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএমজেড/এমএস