ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের অপসারণের দাবিতে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার ক্ষমতাসীন মাদুরো সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নিয়েছে নিকোলা বিরোধীরা। খবর বিবিসির।

protest

গত দুই বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে মাদুরোবিরোধীরা। তাদের দাবি, এই বিক্ষোভে অন্তত ১০ লাখ মানুষ অংশ নিয়েছে। ওই বিক্ষোভে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অপসারণ দাবি জানানো হয়।

protest

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। দেশটিতে মৌলিক পণ্যের সংকট ও দাঙ্গা দেখা গেছে। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র মুদ্রাস্ফীতি।

protest

বিরোধীদের দাবি, নিকোলা মাদুরো প্রশাসনের অব্যবস্থাপনার কারণেই দেশজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। একারণেই তারা নিকোলার অপসারণের দাবিতে বিক্ষোভ করছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন