ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেনের গৃহযুদ্ধে নিহত ১০ হাজার

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩১ আগস্ট ২০১৬

ইয়েমেনে গত ১৮ মাসের গৃহযুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের সংশোধিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মাসে ইয়েমেনের যুদ্ধ-সংঘাতে ছয় হাজার মানুষ নিহত হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার জাতিসংঘের সমন্বয়কারী জেমি ম্যাকগোলড্রিক বলেন, বিভিন্ন দপ্তর ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন হিসাব প্রকাশ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকায় এখনো ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছানো সম্ভব হয়নি বলে অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। জেমি ম্যাকগোলড্রিক আরো বলেন, ‘আমরা জানি নিহতের সংখ্যা আরো বাড়বে। তবে এই সংখ্যা কত তা আমরা এখন আপনাদের বলতে পারব না।’

গৃহযুদ্ধে নিহতের সংখ্যা অনেকটাই অসম্পূর্ণ। কারণ আমরা বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব তথ্য জোগাড় করেছি। কিন্তু অনেক স্থানেই এধরনের স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নেই।

তাছাড়া যুদ্ধে যারাই নিহত হচ্ছে তাদের সম্পর্কে তথ্য নেয়ার আগেই হয়তো তাদের দাফন করা হচ্ছে ফলে সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। আমাদের কাছে নিহতদের তথ্য সংগ্রহের জন্য আর কোনো উপায়ও নেই।

টিটিএন/এমএস

আরও পড়ুন