জাপানে বন্যায় বৃদ্ধাশ্রমের ৯ জনের মৃত্যু
জাপানে ভয়াবহ টাইফুন লিওনরকের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যায় একটি বৃদ্ধাশ্রমের নয় জনের মৃত্যু হয়েছে।
দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাতে ভয়াবহ টাইফুন আঘাত হানে। টাইফুনের আঘাতে ওই এলাকায় ১১ দশমিক ৮ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে।
বৃদ্ধাশ্রমের ভেতর থেকেই ওই নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, লয়জুমি শহরের একটি বৃদ্ধাশ্রম বন্যার পানিতে প্লাবিত হওয়ায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বন্যার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে উদ্ধারের সময় ওই নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা টাইফুন এবং ভয়াবহ বন্যায় বৃদ্ধাশ্রমে আটকা পড়েছিলেন।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা