ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের পাশে আত্মঘাতী হামলায় নিহত ১০

প্রকাশিত: ০১:১৫ পিএম, ৩০ আগস্ট ২০১৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের পাশে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, ব্যাপক বিস্ফোরণে আশ-পাশের দুটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বার্তাসংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় আল-শাবাব জঙ্গিগোষ্ঠী। হামলায় সরকারি সেনাসহ ১০ জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহকারীরা বলছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে গোলাগুলিরও আওয়াজ পাওয়া যায়।

ইব্রাহিম মোহাম্মদ নামের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের বাস ভবনের প্রধান তল্লাশি চৌকির কাছে এসওয়াইএল হোটেল এলাকার পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট প্যালেসের ওপরে প্রচুর ধোঁয়া উড়ছে।

গত সপ্তাহে দেশটির সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব; এতে অন্তত ১০জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/এবিএস

আরও পড়ুন