ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুবাই শাসক পরিদর্শনে গিয়ে পেলেন শূন্য অফিস

প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৯ আগস্ট ২০১৬

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সরকারি অফিসে হঠাৎ পরিদর্শন করেছেন। রোববার দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে পরিদর্শনে যান তিনি। এ সময় প্রতিটি অফিসেই গিয়ে দেখেন কর্মকর্তাদের কেউ নেই।

সকাল সাড়ে ৭টা থেকে তিনি একের পর এক সরকারি দফতর ঘুরতে লাগলেন। রোববার দুবাই শাসক সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখতে গিয়ে যে চিত্র দেখেছেন; তাতে অবাক হয়েছেন তিনি। প্রতিটি অফিসেই গিয়ে দেখেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই।

দেশটির জাতীয় দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তা ও কর্মচারীশূন্য অফিসে শেখ মোহাম্মদ একাই দাঁড়িয়ে রয়েছেন। অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে শাসকের পোর্ট্রেট। দুবাইয়ের সরকারি দফতরের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিস পরিদর্শনে যান।

এর আগে দুবাই বিমানবন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন গিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন রশীদ। তবে সে সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এসআইএস/এবিএস

আরও পড়ুন