ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ এখন বাংলা

প্রকাশিত: ০৯:২০ এএম, ২৯ আগস্ট ২০১৬

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা হয়েছে। রাজ্যের বিধানসভায় এ বিষয়ের প্রস্তাবটি পাস হয়েছে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে ১৮৯ এবং বিপক্ষে ৩১। পশ্চিমবঙ্গের নতুন নাম বাংলাকে হিন্দিতে বঙ্গাল এবং ইংরেজিতে বেঙ্গল বলা হবে। এই প্রস্তাবও বিধানসভায় পাস হয়েছে।

স্বাধীনতার পর থেকে পদ্মার এপারের সবুজ শ্যামল বঙ্গভূমির পরিচয় বাংলায় ছিল পশ্চিমবঙ্গ এবং ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল। এই নাম পরিবর্তনের জন্য বিধানসভায় প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই রাজ্যের নতুন নামকরণ হয়েছে ‘বঙ্গ বা বাংলা’।

রাজ্যের নাম বদলের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। বাংলায় পশ্চিমবঙ্গ আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল এই দুই রকম নাম না রেখে রাজ্যের নাম শুধু পশ্চিমবঙ্গ করা হোক এমন প্রস্তাব করা হয়েছিল। সেসময় এ প্রস্তাব পাস হয়নি। কিন্তু দীর্ঘদিনের সেই প্রস্তাব পাস করে এবার নতুন নাম পেল পশ্চিমবঙ্গ। এখন থেকে বাংলা নামেই তাকে ডাকা হবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন