ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রোবটের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৭:০৮ এএম, ২৯ আগস্ট ২০১৬

আজকাল প্রায় সব কাজেই ব্যবহৃত হচ্ছে রোবট। নির্দেশনা মত কাজ করায় রোবটের জুরি মেলা ভার। নিখুঁতভাবে কাজ করতেও এগিয়ে আছে রোবট।
কিন্তু এবার ব্যতিক্রমী একটি কাজ করে রীতিমত বিশ্ব রেকর্ড করেছে রোবট। ভাবছেন কি করল রোবট?

আসলে তেমন কিছু নয়। গিনেস রেকর্ড ভাঙার জন্য একদল রোবট সমান তালে নেচেছে।

অবিশ্বাস্য হলেও সত্যি। সম্প্রতি এমনটিই ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড গড়ার জন্য।

উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি প্রায় ১ হাজার ৭টি রোবট এক মিনিট ধরে নেচে সম্প্রতি গিনেস রেকর্ড করেছে। তারা আগের একটি রেকর্ড ভেঙে দিয়েছে।

একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে নির্ভুলভাবে নেচেছে রোবটগুলো। তবে, আয়োজকরা যতগুলো রোবট নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে সবাই কাজটা ঠিকঠাক শেষ করতে পারেনি।

নাচার সময় কয়েকটি রোবট মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকটি রোবট আবার যথাসময়ে নাচ শেষ করতে পারেনি। ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় ওই রোবটগুলোকে।

কেবলমাত্র ১ হাজার ৭টি রোবটই ঠিক সময়ে কাজ শেষ করতে পেরেছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন