ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মিরে ৫২ দিনের কারফিউ প্রত্যাহার

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৯ আগস্ট ২০১৬

কাশ্মীরে দীর্ঘ ৫২ দিনের কারফিউ প্রত্যাহার করা হয়েছে। গত মাসে হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ-সমাবেশে বহু হতাহতের ঘটনায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ। সোমবার ওই অঞ্চল থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে। তবে পালওয়ামা জেলা এবং শ্রীনগরের বেশ কিছু অংশে কারফিউ অব্যাহত রয়েছে।

তবে ওই এলাকায় বেআইনী সভা সমাবেশ বা ১০ জনের বেশি মানুষ একত্রিত হয়ে কোনো মিছিল বা মিটিংয়ে অংশ নেয়ার চেষ্টা করলে ১৪৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কাশ্মিরে বিক্ষোভকারী এবং নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৭০ জন নিহত হয়েছে। সংঘর্ষে আরো ১১ হাজার মানুষ আহত হয়েছে।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অশান্তি সৃষ্টির জন্য বিচ্ছিন্নতাবাদীদের দিকে আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীর পরিস্থিতি নিয়ে রোববার রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’- এ বিচ্ছিন্নতাবাদীদের দিকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘যারা নিরীহ তরুণদের উস্কানি দিয়ে কাশ্মীরকে অশান্ত করছে, ভবিষ্যতে তাদের জবাবদিহি করতে হবে ওই তরুণদের কাছে।

সাধারণ তরুণ বা নিরাপত্তারক্ষীদের একজনের প্রাণহানি ঘটলেও তা আমাদের বড় ক্ষতি।’ তিনি বলেন, আমাদের কিছু ভুলের কারণে নিরীহ তরুণরা কাশ্মীরের রাস্তায় নেমে এসেছে।

এদিকে, কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শনিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সরাসরি বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন, হয়তো আমি আপনাদের ওপর রাগান্বিত এবং আপনারাও আমার ওপর রেগে আছেন। কিন্তু আমাকে একটা সুযোগ দিন।

টিটিএন/এমএস

আরও পড়ুন