ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৮২ বছর পর মা-মেয়ের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০১৬

নয় মাস নিজের রক্ত-মাংস দিয়ে তাকে বড় করে তুলেছিলেন। প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে দেখিয়েছিলেন সূর্যের আলো। কিন্তু সেই সন্তানের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি নিরুপায় মায়ের। নিয়মের যাঁতাকলে পরে খোয়াতে হয়েছিল দুধের শিশুকে। ৮২ বছর পর ফের দেখা হল হারিয়ে যাওয়া সেই ‘দুধের শিশু’র সঙ্গে। যদিও সেই ‘শিশু’ এখন ৮২ বছরের বৃদ্ধা। আর মায়ের বয়স ৯৬।

গত আট দশক ধরে একে অপরকে হন্যে হয়ে খুঁজছিলেন তারা। অবশেষে দেখা মিলল। ঠিক কী ঘটেছিল? ১৯৩৩ সালের কথা। মাত্র ১৪ বছর বয়সে মা হয়েছিলেন নিউ ইয়র্কের লিনা পের্সি। আদর করে মেয়ের নাম রেখেছিলেন ইভা মে। কিন্তু এত ছোট বয়সে মা হওয়ায় তার পক্ষে বাচ্চার ঠিকমতো দেখভাল করা সম্ভব নয়, এই কারণ দেখিয়ে ছয় মাসের ছোট্ট ইভাকে নিয়ে যাওয়া হয় হোমে। সেখান থেকে ইভাকে এক দম্পতি দত্তক নেন। ইভার নতুন নাম হয় বিটি মরেল।

মেয়ের নতুন জীবনের সঙ্গে সঙ্গে শুরু হয় মায়েরও নতুন জীবন। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর বিয়ে করে নতুন সংসার শুরু করেন লিনা। সাত সন্তানের মা তিনি। কিন্তু হলে কী হবে? এই সাত সন্তানের মধ্যেও তিনি খুঁজে বেড়ান ইভার মুখ। হাজার হোক, প্রথম সন্তান বলে কথা! ইভাকে ভুলতে পারেননি লিনা। সাধ্যমতো চেষ্টা চালাতে থাকেন ইভাকে খুঁজে বের করার।

এ দিকে সুখে নেই ইভা থুড়ি বিটিও। ২০ বছর পেরোতে না পেরোতেই মারা যান বিটির পালিত বাবা-মা। সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। বিটি বলেন, আমি মনে মনে অনেক ভাই-বোনকে সঙ্গী হিসেবে ভাবতাম। আমার সব ভাই-বোনের নাম দিয়েছিলাম। রাতেরবেলা বিছানায় শুয়ে শুয়ে তাদের সঙ্গে কথা বলতাম। আর আমার মা’কে খুঁজতাম।

Mother-Daughter

জন্মদাত্রী মাকে খুঁজে বের করতে প্রথমে বিটি যান তার হোমে। যেখান থেকে তাকে দত্তক নেওয়া হয়েছিল। বিটির এক আত্মীয়া তার আসল নাম-জন্মস্থান জানিয়েছিলেন। এর পর থেকেই জেনিওলজিক্যাল ওয়েবসাইট থেকে পড়াশোনা শুরু করেন বিটি। মাত্র ছয় মাস বয়সে একবার ইভা থেকে বিটি মরেল হয়েছিলেন। ৮২ বছর পর নতুন করে শুরু হয় বিটি থেকে ইভা হওয়ার লড়াই।

অবশেষে লিনাকে খুঁজে পান ইভা। তার মা এখনও বেঁচে আছেন জানতে পেরে রীতিমতো অবাক হয়ে যান। ঠিক করেন, যে করেই হোক দেখা করতে হবে মায়ের সঙ্গে। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক বিমানবন্দরে দেখা হল মা-মেয়ের। হয়তো এখন মনের সুখে গোটা জীবন ধরে জমানো অজস্র কথা বলবেন মা-মেয়ে। আনন্দবাজার।

এসআইএস/এমএস

আরও পড়ুন