ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৮ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউ অরলিনস থেকে অরলেন্ডোগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনা তদন্ত করছে।

রোববার বিমানটির ইঞ্জিনের ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিসমানটির অরলেন্ডোতে অবতরণের কথা ছিল কিন্তু বিমানের ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে এটি পেনসাকোলা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি জরুরি অবতরণ করলেও বিমান বা এর যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরং এটি নিরাপদেই অবতরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানের বোর্ডে ৯৯ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু ছিলেন। এরা সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, পেনসাকোলা শহরের দিকে বিমানটি মোড় নেওয়ার সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে হয়।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, বিমানে থাকা ক্রুরা পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। পাইলটকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পাইলট সঠিক সময়ে বিমানের জরুরি অবতরণ না করলে তারা হয়তো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতেন।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন