ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় অভিযানে তুর্কি সেনা নিহত

প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৮ আগস্ট ২০১৬

সিরিয়ায় অভিযানে এক তুর্কি সেনা নিহত হয়েছেন। দেশের উত্তরাঞ্চলের এক অভিযানে ওই সেনা নিহত হয়েছেন। সিরিয়ায় অভিযানে এই প্রথম কোনো তুর্কি সেনার মৃত্যু হলো। তুরস্কের সেনাবাহিনী এ তথ্য জানিয়ছে। খবর বিবিসির।

সিরিয়া অভিযানে অংশ নেওয়া তুরস্কের একটি ট্যাংক লক্ষ্য করে কুর্দি যোদ্ধারা গুলি চালালে ওই সেনার মৃত্যু হয়। কুর্দি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আরো তিন তুর্কি সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই করতে চলতি সপ্তাহের শুরুতে ট্যাংকসহ তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় প্রবেশ করে।

শনিবার তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার জারাব্লাস শহরে তুর্কি ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এর আগে গত বুধবার আইএসের হাত থেকে ওই শহর দখল করে সিরীয় বিদ্রোহীরা। জারাব্লাস শহরে বিমান থেকে বোমা ফেলেছে তুরস্ক।

এদিকে, সিরিয়ার মানবাধিকার কর্মীরা বলছেন, আলেপ্পো শহরে ব্যারেল বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

টিটিএন/এবিএস

আরও পড়ুন