ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় প্রিন্টিং প্লান্টে অগ্নিকাণ্ডে ১৬ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩০ এএম, ২৭ আগস্ট ২০১৬

রাশিয়ার রাজধানী মস্কোর প্রিন্টিং প্লান্টের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ অভিবাসীর মৃত্যু হয়েছে। এরা সবাই কিরজিস্তানের নাগরিক। রাশিয়ার জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জরুরি বিভাগের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোর একটি প্রিন্টিং প্লান্টের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই কিরজিস্তানের অভিবাসী।

জরুরি বিভাগ জানিয়েছে, শনিবার প্রিন্টিং প্লান্টের গুদামের একটি ত্রুতিপূর্ণ চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে অনেক তরল পদার্থ এবং কাগজপত্র রাখা হয়েছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে।

টিটিএন/আরআইপি